Guest Posts

কবি গুরু প্রণাম জানাই ..

শান্তিনিকেতনে সেই কবে ১৩৪৩ সালে বসে কবি তুমি লিখে গেছো আমাদের কথা …
তোমার ‘বাঁশিওয়ালা’য় তুমি লিখে গেছো যে মেয়েটির কথা তাকে তুমি চিনতে কি কবি !
বিধাতা পুরুষ যাকে গড়তে পুরো সময় দেন নি  …
অন্তরে বাহিরে মিল হয় নি যার …
যার মিল হয়নি কোনদিন ব্যথায় আর বুদ্ধিতে 
যে স্বীকার করেছিল সেদিন 
আমি ‘তোমার বাংলাদেশের মেয়ে’…

আজ নয় থাক সে কথা …
এখন শুধু এগিয়ে যাবার দিন 👍
চোখে জল মুখে হাসি নিয়ে আজ কবি নিজেকে নয় অনন্যা ভাবি সারাদিন ..

আমি নারী আমি অনন্যা আমি অপরূপা .
আমি আকাশ ছুঁতে পারি …
তুমি তোমার সেই ‘বাঁশিওয়ালা’কে নয়
পাঠিও আরো একটি বার …
যাকে বলে যাবে এই নারী 
‘ডানা  দেয় নি বিধাতা
তোমার গান দিয়েছে আমার স্বপ্নে ‘
যার অন্তরে গড়ে উঠেছে এক নতুন পৃথিবী একটু একটু করে …
সে চোখে জল মুখে একরাশ হাসি নিয়ে বলবে
“আমি রূপে তোমায় ভোলাবো না .. ভালোবাসায় ভোলাবো “!

সেই তোমার বাংলা দেশের মেয়ে ..
মেয়ে বৌ মা হয়ে হারায় নি যে কোন এক পথের বাঁকে …
খোলা আকাশ আজও হাতছানি দেয় তাকে ..
নিস্তব্ধ রাতে যে বয়ে যাওয়া হাওয়ার কাছে বলে
“আহা, তোমার সঙ্গে প্রাণের খেলা, প্রিয় আমার, ওগো প্রিয়___
বড়ো উতলা আজ পরান আমার খেলাতে হার মানবে কি ও”

কালস্রোতের অমোঘ টানে ভেসে যেতে যেতে খড়কুটো হাতে সেই নারী…
অবলম্বন খুঁজে ফেরে নিজের অন্তরাত্মার কাছে..

আর বেলা শেষে ঘরে ফিরে আনমনে গেয়ে ওঠে

“তবু মনে রেখো যদি দূরে যাই চলে ..যদি পুরাতন প্রেম ঢাকা পড়ে যায় নবপ্রেম জালে “

 

বুকে আগুন মনে ঝড়ের ডাক …

বাঁধন হারা সেই নারী

পেরেছে কি জয়ী হতে নিজের কাছে !

কি জানি ! এর উত্তর তুমি দিও কবি..

আজ নয় কাল নয় সেই খেয়া ঘাটের কাছে…
পাঠিও ‘বাঁশিওয়ালা’ কে না হয় একটি বার ..

পারাপারের শেষে বলে দেয় যেন সে
___ হে অপরূপা নারী
তোমার  বুকের আগুনে
নব যৌবনের সৃষ্টি জড়িয়ে আছে….!
ডানা মেলে উড়ে যেও তুমি তোমার মুক্তিপথে___

 

✍️রামধনুর লেখনীতে চন্দ্রানী

By Chandrani Mitra Bose

Related posts
Guest Posts

My Stranger

Guest Posts

#Cup of Coffee

Guest Posts

#Conversations

Guest Posts

Bygones

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *